গাঢ় রঙের লিপস্টিক মুখের আদলটাই পালটে দিতে পারে! একদম বিনা মেকআপেও শুধু গাঢ় লিপস্টিক পরলেই মুখ ঝলমলে উজ্জ্বল দেখায়। কিন্তু সত্যি বলুন, সব সময় ডার্ক শেডের লিপস্টিক পরতে কি ইচ্ছে করে? মাঝেমাঝে মনে হয় না, একটু ন্যুড পরি যাতে স্বাভাবিক দেখায়? হালকা লিপস্টিক পরতে চাইলেও বেছে নেওয়া যায় ন্যুড। পরিচ্ছন্ন মুখে ন্যুড লিপস্টিকের হালকা রংও আলগা গ্ল্যামার এনে দেওয়ার পক্ষে যথেষ্ট! তা ছাড়া প্রতিদিন অফিস বা কলেজে যাওয়ার জন্যও গাঢ় রঙের পরিবর্তে ন্যুডের উপরেও ভরসা রাখেন অনেক মেয়ে।
ন্যুডের এই রমরমা গত বছরে যেমন ছিল, এ বছরেও ঠিক ততটাই আছে। শুধু একধাপ এগিয়ে ন্যাচরাল ন্যুডের বদলে দ্রুত আসর দখল করছে পিঙ্ক ন্যুড অর্থাৎ হালকা গোলাপি। টলিউডের সেলিব্রিটিরাও হামেশাই ক্লাসিক ন্যুডের বদলে বেছে নিচ্ছেন হালকা গোলাপি শেড!
ভরা গোলাপির এই বাজারে আপনিই বা পিছিয়ে থাকবেন কেন? দেখে নিন আমাদের তারকাদের আর বেছে নিন মনের মতো হালকা গোলাপি শেডের লিপস্টিক।
জয়া এহসান
মিনিমাল, স্বাভাবিক মেকআপে বরাবরই স্বচ্ছন্দ জয়া। মুখে হালকা বেস মেকআপ ছাড়া আর কিছুই করেননি, চোখেও আইশ্যাডো বা কাজলের ছোঁয়া বলতে গেলে নেইই! স্ট্রেট, ঝলমলে চুল আর পরিষ্কার মুখে হালকা গোলাপি ম্যাট লিপস্টিকেই ঝলমলে দেখাচ্ছে জয়াকে।View this post on Instagram
তনুশ্রী চক্রবর্তী
তনুশ্রী তাঁর এই লুকটিতে গোলাপি রঙের ব্যবহার করেছেন হাত খুলে। গোলাপি ফ্লোরাল প্রিন্টের পোশাকের সঙ্গে মানানসই পিঙ্ক আইশ্যাডো, পিঙ্ক ব্লাশের সঙ্গে পরিমিত হালকা গোলাপি লিপস্টিকে অনন্যা হয়ে উঠেছেন নায়িকা।View this post on Instagram
পায়েল সরকার
হালকা বেস মেকআপ, সরু আইলাইনার আর সেই সঙ্গে বেবি পিঙ্ক ম্যাট লিপস্টিক, ব্যস এতেই দারুণ উজ্জ্বল পায়েল! এলোমেলো চুল আর ফ্লোরাল প্রিন্টের পোশাকে ছুটির মেজাজ ধরে রাখতে এটুকু মেকআপই যথেষ্ট!View this post on Instagram
দর্শনা বণিক
সদ্য স্নান করে ওঠা তরতাজা লুকে অনন্য দর্শনা! মেকআপ বলতে গেলে নেইই, বরং নজর কাড়ছে তাঁর মুখের সতেজ ভাব! চোখে খুব হালকা কাজল আর ঠোঁটে ফিকে গোলাপি লিপস্টিক, এটুকুতেই জমে উঠেছে দর্শনার সাজ!View this post on Instagram
কোয়েল মল্লিক
সাজগোজে যাঁরা গ্ল্যামার চান, তাঁদের জন্য কোয়েলের এই লুকটি আদর্শ! একদিকে হলুদের ঝলমলে উপস্থিতি, অন্যদিকে ঠোঁটের ফিকে গোলাপি লিপস্টিক, এই কনট্রাস্ট দুর্দান্ত ধরে রেখেছেন কোয়েল। ব্লাশ আর আইলাইনারের সঙ্গে দারুণ মানিয়েছে তাঁর লিপস্টিকের শেড। ব্যস্ত কাজের দিনের শেষে যদি কোথাও যাওয়ার থাকে, তা হলে চোখ বন্ধ করে অনুসরণ করতে পারেন কোয়েলের সাজ!View this post on Instagram
মন্তব্য