সাম্প্রতিক সাইক্লোন আমফানের কারণে সম্পূর্ণ বিধ্বস্ত পশ্চিমবঙ্গের দুই জেলা সহ একাধিক বিস্তীর্ণ এলাকা। ঝড়ের পর বাহাত্তর ঘণ্টা কেটে গেলেও কলকাতার অবস্থা এখনও সঙ্গীন, বহু রাস্তায় উপড়ে পড়ে আছে গাছ, টেলিফোনের লাইন, জল আর ফোন-ইন্টারনেট, সবই ব্যহত।
শুধু দরিদ্রের ঝুপড়ি নয়, আমফান নাড়িয়ে দিয়ে গেছে শহরের একাধিক বিলাসবহুল বহুতলকেও। টলিউডের একাধিক সেলিব্রিটিও বিলক্ষণ টের পেয়েছেন আমফানের লেজের ঝাপটা। যেমন অঙ্কুশ হাজরা। তাঁর বিলাসবহুল ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবে। ছবিসমেত সে কথা ইনস্টাগ্রামে পোস্ট করে অঙ্কুশ লিখেছেন। "এটা সাইক্লোন না ভূমিকম্প বুঝতে পারছি না। বাথরুমের কাচ ভেঙে গেছে, সিলিং ভেঙে ঝুলছে, সারা ঘরে জল থইথই... আমাদের মতো মানুষেরা এই পরিস্থিতির সঙ্গে তবু কিছুটা সামাল দিয়ে উঠতে পারবে। কিন্তু দরিদ্র, সর্বহারা মানুষগুলোর কী হবে! ঈশ্বর তাঁদের সহায় হোন, আমরাও যেন তাঁদের পাশে দাঁড়াই..."
শুধু অঙ্কুশই নন, আমফানের প্রকোপ টের পেয়েছেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, পায়েল সরকারের মতো টলি-সেলেবরাও। আমফানে আক্রান্ত বিপুল সংখ্যক বাংলার মানুষের উদ্দেশে সাহায্যের হাত বাড়াচ্ছে টলিউড।
মন্তব্য