নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে যখন তখন আর তাঁকে ভালো লেগে যাওয়াও মোটেই বিচিত্র নয়। প্রাথমিক আলাপ, বন্ধুত্ব পেরিয়ে কখনও কখনও সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবাও খুব স্বাভাবিক। বিভ্রান্তি কখন হয় জানেন? যখন আপনি ভীষণভাবে চান আপনাদের সম্পর্কটা গড়ে তুলতে অথচ উনিও তা চান কিনা সেটাই বুঝতে পারেন না। উনি আপনার সঙ্গে স্রেফ ভদ্রতা করছেন, নাকি উনিও আপনার সঙ্গে একইরকম সময় কাটাতে পছন্দ করছেন, এটা বুঝতে পারা কঠিন যতক্ষণ না অপরপক্ষ তা নিজমুখে প্রকাশ করছেন। এরকম পরিস্থিতিতে কী করবেন আপনি?
সব সময় সব কথা মুখে প্রকাশ করার দরকার পড়ে না, হাবভাবেও বুঝে নেওয়া যায়। তাই কাজে লাগান আপনার ষষ্ঠেন্দ্রিয় আর দেখুন নিচের সংকেতগুলো অপর পক্ষের কাছ থেকে আসছে কিনা!
উনি নিজেকে সিঙ্গল বলে জানিয়ে দেন
নিজেকে সিঙ্গল বলে জানান দেওয়াটা একটা অত্যন্ত সুস্পষ্ট লক্ষণ। এর অর্থ, আপনাকে উনি আগেভাগেই জানিয়ে দিচ্ছেন উনি ফাঁকাই আছেন এবং আপনি চাইলেই আপনাদের ডেটিং জমে উঠতে পারে অবিলম্বে!
আলতো স্পর্শ
হঠাৎ আঙুলে আঙুল লেগে যাওয়া নয়, আরও স্পষ্ট কিছু। আপনার হাত বা কাঁধের সঙ্গে ওঁর শরীরের স্পর্শ কতবার ঘটছে, সেটা একটু খেয়াল করে দেখুন তো!
ব্যক্তিগত স্পেস
উনি কি ইদানীং একটু বেশি আপনার প্রতি উৎসাহ দেখাচ্ছেন? ছুটির দিনেও ফোন বা মেসেজ করে জানতে চাইছেন আপনি কী করছেন? হুটহাট বাড়িতে চলেও আসছেন? তা হলে কিন্তু উনি আপনার প্রতি বেশ আগ্রহী!
জড়িয়ে ধরা
একান্তভাবে বন্ধুত্ব আর শুভেচ্ছার প্রকাশ করতেও কেউ কাউকে জড়িয়ে ধরতে পারেন। সাধারণত এই জড়িয়ে ধরাগুলো প্লেটোনিকই হয়। কিন্তু যদি উনি যদি আপনাকে কয়েক মুহূর্ত বেশি সময় ধরে জড়িয়ে ধরে থাকেন, তা হলে হয়তো আপনার প্রতি ওঁর অনুভূতিটা একটু আলাদা।
তাকিয়ে থাকা
অন্য কাজ করতে করতে ওঁর দিকে তাকালে প্রায়ই চোখাচোখি হয়ে যাচ্ছে? বন্ধুদের জমায়েতে আড্ডার ফাঁকেও উনি আপনাকেই দেখছেন? ইঙ্গিতটা খুব স্পষ্ট কিন্তু!
সোশাল মিডিয়ায় আচরণ
উনি কি হামেশাই আপনার সোশাল মিডিয়া পোস্টে এসে কমেন্ট করছেন বা ওঁর পোস্টে আপনাকে ট্যাগ করছেন? এমন কোনও কথা ওপেন পোস্টে বলছেন যা শুধু আপনিই জানেন? উত্তরটা যদি ‘হ্যাঁ’ হয়, তা হলে এর অর্থ কী, সেটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আপনি?
মন্তব্য